টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

মধ্যনগরে ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে গৃহহীন মাজেদা আক্তারের সংবাদ সম্মেলন



মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কালাঘর গ্রামে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে এক নিরীহ পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় মেম্বার ও তার সহযোগীদের বিরুদ্ধে। হামলার শিকার হয়েছেন ওই গ্রামের মোছাঃ মাজেদা আক্তার (৪৫), স্বামী লাল বাদশা। বর্তমানে তিনি একই গ্রামের বিধবা জুবেদা খাতুনের বাড়িতে আশ্রয়ে মানবেতর জীবন যাপন করছেন।

ভুক্তভোগী মাজেদা আক্তার জানান, তার ভাই খায়রুল ইসলামের ছেলে সম্রাট (২৪) একই গ্রামের মুজিবুর রহমানের মেয়ে ও মেম্বার আব্দুল মান্নানের ভাতিজি সুমাইয়া আক্তারকে (২০) ভালোবেসে পালিয়ে গিয়ে বিবাহ করেন। এ ঘটনার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা না থাকলেও বিষয়টি ঘিরে প্রতিহিংসার শিকার হয়েছেন তারা।

তিনি আরও জানান, গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাতে মেম্বার আব্দুল মান্নান ও মুজিবুর রহমানের উপস্থিতিতে তাদের নেতৃত্বে একদল লোক তার পুকুরপাড়ের প্রায় ২০-২৫টি গাছ কেটে ফেলে। বাধা দিতে গেলে তার ও তার স্বামীর ওপর হামলা চালানো হয়। এরপর রাতেই হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে মারধর করে তাদের ঘর থেকে বের করে দেয়। প্রাণ বাঁচাতে তারা পাশের বাড়ি বিধবা জুবেদা খাতুনের ঘরে আশ্রয় নেন।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। লুটকৃত মালামালের মধ্যে ছিল প্রায় ১৫ মণ চাল, ২২ মণ ধান, একটি চুলার ব্যাটারি, একটি মোটর, গ্যাস চুলা ও সিলিন্ডার, একটি বাইসাইকেল, সোনার চেইন ১টি, রুপার চেইন ২টি, ২০টি হাঁস, ২২টি মুরগি সহ আনুমানিক তিন লক্ষ টাকার সম্পদ।

মাজেদা আক্তার বলেন, আমরা গরিব মানুষ। কোনো অন্যায় করিনি। শুধু প্রেমঘটিত বিষয়ে প্রতিশোধ নিতে মান্নান মেম্বার আমাদের সর্বস্ব নষ্ট করেছে, এখন আমরা রাস্তায়।

ভুক্তভোগী পরিবার ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মধ্যনগর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। তিনি জানান, এসআই বিকাশ রায় ঘটনাস্থলে গিয়ে তদন্ত করলেও পরে স্থানীয় প্রভাবশালী মহলের প্রভাবে কোনো ব্যবস্থা নেননি। বরং স্থানীয় সালিশের দোহাই দিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে।

মান্নান মেম্বার আমাদের ২০-২৫ হাজার টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করতে চায়, কিন্তু আমার ক্ষতি কয়েক লক্ষ টাকার। আমি ন্যায়বিচার চাই, — বলেন মাজেদা আক্তার।

তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি ও আমার পরিবার এখন গৃহহীন। সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশের আইন ও প্রশাসনের কাছে ন্যায়বিচার এবং নিরাপত্তা চাই।

এ বিষয়ে ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, এই ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই।  আমাকে হেয় প্রতিপন্ন  করার জন্য মিথ্যা ও বানোয়াটভাবে এই নাটক সাজানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

1

নতুন সংবিধান ও বিচার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নয় নির্বাচন :

2

হাজিরা দেননি এসআই আকবর

3

জবি শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের টিয়ারগ্যাস লাঠি চ

4

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

5

জগন্নাথপুরে এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ২৪

6

পাঁপড়ি রেস্টুরেন্টে ভাঙচুরের মামলার প্রধান আসামী বিএনপি নেতা

7

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা খুঁজে দেখছে পাকিস্তানের শিল্পগোষ্

8

সিলেটে লালদিঘীরপার হকার্স মার্কেট প্রস্তুতির কাজ চলছে

9

জগন্নাথপুরে ভাগ্নের হাতে মামা খু ন

10

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

11

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

12

১৮ কোটি জনগণের ইউনূস আপনি, আমরা আপনাদের পদত্যাগ চাই না: ফারু

13

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

14

ছাতক সীমান্ত দিয়ে পুশইন করা ১৭জনকে মানবিক সহায়তা দিলেন ইউএনও

15

ডাকসু নির্বাচনে ভোট চেয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

16

ঈদুল আজহা মানুষকে শান্তি, ত্যাগ ও সাম্য শেখায়: প্রধান উপদেষ্

17

ভারতে কারাভোগের পর দেশে ফিরেছেন ১৪ বাংলাদেশি

18

ছাতকে বিভিন্ন জায়গায় নদীর তীরবর্তী স্থানে আকস্মিক ভাঙন দেখা

19

বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত এলাকা এখন ‘গাজা’

20