নিজস্ব প্রতিবেদক, সিলেট::
সিলেট-তামাবিল সড়কের খাদিম এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার সকালে শাহপরান থানার খাদিম এ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. মুন্না (২০), তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মো. মুন্নাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত তিনজন হলেন — রবিউল হাসান নয়ন (১৮), মাহফুজুর রহমান নাইম (২১) এবং মো. হাবিবুর লস্কর (৩৫)। তারা বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
মন্তব্য করুন