টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা

হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে হত্যা মামলার এক আসামিকে চিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। বুধবার দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

দুপুরে স্কুলছাত্র জনি দাশ (১৭) হত্যা মামলার আসামি সাজু মিয়াকে (২২) আদালতে তোলা হয়। এসময় আদালত প্রাঙ্গণে তাকে মারধর এবং পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে পুলিশ ও আইনজীবীরা আসামিকে রক্ষা করেন।

হবিগঞ্জ আদালতের পরিদর্শক শেখ নাজমুল হক বলেন, কিছু ক্ষুব্ধ শিক্ষার্থী হত্যা মামলার আসামি সাজুকে আদালত প্রাঙ্গণে মারধরের চেষ্টা করে। তবে পুলিশ সতর্ক থাকায় তাদের চেষ্টা সফল হয়নি। আসামিকে আদালত তিন দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন।

মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ভোর চারটার দিকে ঘরের পাশে শব্দ শুনে জনি দাশ ঘর থেকে বের হয়। এ সময় অপরিচিত এক তরুণের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে সে। একপর্যায়ে ওই অপরিচিত ব্যক্তি জনি দাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আহত অবস্থায় জনি দাশকে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন।

জনি দাশ হবিগঞ্জ শহরের ডকঘর এলাকার নর্ধন দাশের ছেলে। সে হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত কিশোরের বাবা বাদী হয়ে গত শনিবার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় সোমবার পুলিশ সাজু মিয়া নামের এক তরুণকে গ্রেপ্তার করে। তার বাড়ি আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাক গ্রামে।

পুলিশ জানায়, প্রাথমিক জ্ঞিাসাবাদে সাজু দায় স্বীকার করেছেন।

বুধবার দুপুরে হবিগঞ্জ সদর থানা–পুলিশ সাজু মিয়ার পাঁচ দিনের রিমান্ড চেয়ে হবিগঞ্জ জুডিশিয়াল আদালতে হাজির করে। এ সময় একদল শিক্ষার্থী সাজুর ওপর হামলা ও তাকে মারধর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ হামলাকারীদের লাঠিচার্জ শুরু করে। পাশাপাশি একদল আইনজীবী ঘটনাস্থলে এসে হামলাকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহাবুদ্দীন শাহীন বলেন, জনি দাশের কিছু সহপাঠী দল বেঁধে আসামির ওপর হামলা চালানোর চেষ্টা করে। তবে পুলিশ তাৎক্ষণিক প্রদক্ষেপ গ্রহণ করায় হামলাকারীরা সফল হতে পারেনি। আদালত ওই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ারুজ্জামানসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

1

জগন্নাথপুরে এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ২৪

2

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

3

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

4

সিলেটে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন স্বামী

5

ছাতকে "ভোক্তা অধিকার (CCS)" পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ

6

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

7

সুনামগঞ্জে হত্যা মামলায় ছেলের মৃত্যুদন্ড ও মায়ের যাবজ্জীবন

8

ছাতকে বিভিন্ন জায়গায় নদীর তীরবর্তী স্থানে আকস্মিক ভাঙন দেখা

9

উত্তরায় বিমান বিধ্বস্ত: পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

10

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আহতের ঘটনায় আটক- ১

11

ধর্ষণের মিথ্যা মামলা করলেই কঠোর শাস্তি: আইন উপদেষ্টা

12

জাতীয় দৈনিক ডেসটিনি’র ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেল

13

উপদেষ্টা পরিষদের বিবৃতি বিভ্রান্তিকর: বিএনপি

14

পবিত্র হজের খুতবা দিলেন ড. সালেহ আল হুমাইদ

15

কুলাউড়ায় ফেসবুক স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

16

ফেইসবুকে ফেক আইডি খুলে বড়লেখায় পোস্টমাষ্টারের নামে অপপ্রচারে

17

হোটেল গ্র্যাণ্ড মাফি’ থেকে ৬ তরুণ-তরুণী আ ট ক

18

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

19

হবিগঞ্জে ১৩ যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

20