নিজস্ব প্রতিবেদকঃ
এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের এক তরুণ শিক্ষার্থী। নিহতের নাম সাদি আহমেদ (১৭)। তিনি সিলেট সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কদমতলীর স্বর্ণালী আবাসিক এলাকার ২০৫ নম্বর বাড়ির মৃত শামীম আহমেদের ছেলে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে।
পরিবারের সদস্যরা জানান, সাদি এ বছর সিলেট মোহন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। দুপুরে ফলাফল প্রকাশের পর অনলাইনে নিজের ফলাফল দেখেন তিনি। একটি বিষয়ে ফেল করার বিষয়টি বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যেই হঠাৎ বুক ব্যথায় আক্রান্ত হন সাদি।
তার বড় ভাই সানি আহমেদ বলেন,
সাদি ফলাফল দেখার পরপরই চিৎকার করে ওঠে। আমরা দৌড়ে ঘরে গিয়ে দেখি সে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করছে। দ্রুত অ্যাম্বুলেন্সে করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে সে মারা যায়।”
এ বিষয়ে মোগলাবাজার থানার ওসি শামসুল হাবিব জানান,
“নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়েছিল। স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন