টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্তের পর তড়িঘড়ি আপোষ মীমাংসা



স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে নির্যাতনের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফররুখ আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি।
১৩ নভেম্বর বরখাস্তের আদেশ জারির পরই নড়েচড়ে বসেন প্রধান শিক্ষক ফররুখ আহমেদ। এর আগে ঘটনাটি নিয়ে তিনি কোনো উদ্যোগ নেননি, তবে বরখাস্তের নোটিশ পাওয়ার পর রাতেই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তড়িঘড়ি করে আপোষ মীমাংসার আয়োজন করেন এবং সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি প্রচারে চেষ্টা করেন—চাকরি ও সামাজিক মর্যাদা রক্ষার উদ্দেশ্যে।
যেভাবে এলো বরখাস্তের আদেশ
১৩ নভেম্বর কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফররুখ আহমেদকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি মোহাম্মদ বরকত উল্লাহ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়—
ব্যবস্থাপনা কমিটির ১৩ নভেম্বরের সভার ০২ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী, প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহের কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২৪ সালের বিধিমালা (৩.৭) অনুযায়ী সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে বলেও আদেশে বলা হয়।
এতে আরও উল্লেখ করা হয়—
বরখাস্তের মেয়াদে প্রধান শিক্ষক কোনো দায়িত্ব পালন করতে পারবেন না; তবে তিনি নিয়ম অনুযায়ী ভাতাদি গ্রহণের সুযোগ পাবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বরকত উল্লাহ স্বাক্ষরিত এই আদেশ জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং বিদ্যালয়ের সংশ্লিষ্টদের নিকট প্রেরণ করা হয়েছে।

আপোষ মীমাংসা হলো যেভাবে
৯ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে ক্লাস চলাকালে প্রধান শিক্ষক ফররুখ আহমেদ সপ্তম শ্রেণির ছাত্রী সাইদা বেগমের সঙ্গে অশোভন আচরণ করেন। পরবর্তীতে সেই সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ও দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।
১৩ নভেম্বর রাতে জগন্নাথপুর পৌর শহরের ভয়েস স্টার স্টুডিওতে শিক্ষক, ছাত্রীর পরিবার ও স্থানীয় বিশিষ্টজনদের উপস্থিতিতে আপোষ মীমাংসা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান শিক্ষক বলেন—
“আমি স্বীকার করছি, আমার আচরণ শিক্ষকতার নীতিবিরোধী হয়েছে। কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তবুও এই ঘটনায় ছাত্রী, তার পরিবার ও সমাজের যাঁরা মানসিকভাবে কষ্ট পেয়েছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত।”
শিক্ষকের ক্ষমাপ্রার্থনা গ্রহণ করলে উত্তেজনার অবসান ঘটে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

মীমাংসায় উপস্থিত ব্যক্তিবর্গ
এসময় উপস্থিত ছিলেন —
এপিপি অ্যাডভোকেট ইয়াসিন খান, সিলেট এম.সি কলেজের ছাত্রনেতা ইসমাইল খান সৌরভ, ছাত্রনেতা রাইসুল আমিন, রাহি কামালী, সমাজসেবক আব্দুল হাকিম, সাংস্কৃতিক কর্মী মোঃ আব্দুল কাইয়ুম, সাংবাদিক আমিনুল হক সিপন, আব্দুল ওয়াহিদ, শাহ ফুজায়েল আহমদ, আলী আসগর ইমন, আমিনুর রহমান জিলু, সংবাদকর্মী বাবুল দাশ, ছাত্রী সাইদা বেগমের পিতা মজিবুর রহমান, মাতা রুজিনা বেগমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, সাংবাদিকসহ ৩২ জনের নামে মামল

1

শিক্ষার্থী আজমান আহমেদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ, রোববার স্

2

সুনামগঞ্জ সীমান্তে গরু আটককে কেন্দ্র করে সংঘর্ষে নৌকার মাঝি

3

বিশ্বনাথে এসএসসি-দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবদিগ

4

বড়লেখায় ফকির বাজার মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা

5

বিশ্বের সুন্দরতম সাত ক্রিকেট ভেন্যুর তালিকায় সিলেট স্টেডিয়াম

6

ছাত‌কে যে‌ৗতুক লোভী স্বামী‌কে জেল হাজ‌তে প্রেরন

7

পানিতে ডুবে মা-মেয়ের মৃ ত্যু

8

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের যুগ্ম সাধারণ সম্পা

9

সিলেটের নতুন ডিসি আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

10

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশুর মৃত্যু

11

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

12

বড়লেখায় চলন্ত অটোরিকশায় কলেজছাত্রীকে ধর্ষনের চেষ্টা, আত্নরক্

13

শিশু ইনায়া হ ত্যা র রহস্য উদঘাটন

14

ওসমান হাদির অবস্থা ‘ক্রিটিক্যাল’,

15

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

16

রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

17

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

18

ছাত‌কে দলবদ্ধ ধর্ষনের ঘটনা আদালতে স্বীকার

19

৩৬ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

20