নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার নিয়ে গঠিত সংসদীয় আসন সুনামগঞ্জ-৫ এ বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক ও তিনবারের সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন। সোমবার (৩ নভেম্বর) কেন্দ্রীয় কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়।
মনোনয়ন প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘ ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন সত্ত্বেও নিজ উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে সক্রিয় রাজনৈতিক ভূমিকা রাখায় এবং বিএনপির কঠিন সময়ে রাজপথে ও গণযোগাযোগের মাধ্যমে দলের পক্ষে সক্রিয় থাকার কারণে মিলনকে আস্থা জানানো হয়েছে।
কলিমউদ্দিন আহমেদ মিলন প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সালে, পরবর্তীতে ২০০১ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মনোনয়ন পাওয়ার পর মিলন উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানান, সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
মন্তব্য করুন