টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

দশ সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষ করেছে বিএনপি



দশ সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভা শেষে কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার রাতে ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে এই প্রক্রিয়া শেষ হয়।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেগঘন বক্তব্যে অশ্রুসিক্ত হয়ে পড়েন উপস্থিত নেতারা।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রসঙ্গে তারেক রহমান বলেন,
আমার মা মৃত্যুর মুখোমুখি ছিলেন। চাইলে মাকে আমি নিয়ে আসতে পারতাম। কিন্তু মা আসেননি আপনাদের ছেড়ে। ছয়বার তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছেন, তবুও আপনাদের ছেড়ে যাননি। যিনি আপনাদের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন, সেই মাকে সামনে রেখে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। যে মাকে আমি নিয়ে আসতে পারতাম, কিন্তু মা নিজেই আপনাদের ছেড়ে আসেননি।”


তিনি আরও বলেন,
যে মা চল্লিশ বছরের বাড়ি হারিয়েছেন, শেখ হাসিনা যাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, যে মা তার সন্তান হারিয়েছেন— সেই মা-ই জনগণের জন্য সবকিছু ত্যাগ করেছেন। তিনি কোনো আপসে যাননি, কারণ তাঁর লক্ষ্য ছিল একটি ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা।”


তারেক রহমান বলেন,
গণতন্ত্রের জন্য অনেকেই শহীদ হয়েছেন, অনেকে জেল খেটেছেন, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। যদি মা আপোষ করতেন, তাহলে এত কষ্ট সইতে হতো না। কিন্তু মা তবুও আপোষ করেননি।”


সূত্র জানায়, বক্তব্য দেওয়ার সময় তারেক রহমান নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন। উপস্থিত মনোনয়নপ্রত্যাশীদের অনেকেই তখন চোখের পানি ধরে রাখতে পারেননি।
একটি দৃষ্টান্ত টেনে তিনি বলেন,
এক সন্তানকে নিয়ে দুই মায়ের দাবি ছিল। বিচারক বললেন, সন্তান যেহেতু দুজনেরই, তাই আমি তাকে দুই ভাগ করে দেব। তখন আসল মা বললেন, ‘না, সন্তানকে ভাগ করার দরকার নেই, উনাকেই দিন; আমি দূর থেকে দেখব।’ অর্থাৎ আসল মা-ই তিনি, যিনি সন্তানকে ভাগ হতে দেননি। আমি চাই আপনারাও সেই মায়ের ভূমিকা নিন — যেন দলের ঐক্য বিনষ্ট না হয়। এক প্রার্থীকে সবাই সম্মানের সঙ্গে গ্রহণ করবেন, তাহলেই বিএনপি এগিয়ে যাবে।”


রাত ৮টা থেকে শুরু হয়ে সভা চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় বক্তব্য দেন।
সভায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের মনোনয়নপ্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি বলেন,
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য ছিল অসাধারণ। পুরো সময় সভাকক্ষে নিস্তব্ধতা ছিল। তাঁর কথায় চোখের পানি ধরে রাখা কঠিন ছিল। আমরা তাঁকে আশ্বস্ত করেছি যে, নির্বাচন সামনে রেখে সবাই ঐক্যবদ্ধ থাকব এবং তাঁর নির্দেশে কাজ করব।”


তিনি আরও বলেন,
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা ত্যাগ করেছেন, তাদের মূল্যায়ন করা হবে। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাই কাজ করতে হবে।”


বিকাল থেকে রাত পর্যন্ত গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান।
সূত্র জানায়, পাঁচ বিভাগের মোট নয়জন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে তিনি কথা বলেন। নির্বাচনকে ঘিরে যে ষড়যন্ত্র চলছে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দেন এবং বলেন,
একতা বজায় রেখে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে।”


তিনি আরও নির্দেশ দেন,
যারা মনোনয়ন পাবেন, তারা যেন কোনো আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ না করেন। এসব করলে দলের ঐক্য নষ্ট হবে।”


খুলনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী পারভেজ মল্লিক বলেন,
তারেক রহমান নেতাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন এবং চলমান ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন।”


এর আগে রোববার তিনি রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন।
রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম বলেন,
সভায় আমাদের বলা হয়েছে, দেশ, জাতি, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে। যেই মনোনয়ন পান না কেন, ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”


বরিশাল-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন,
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও দলের স্বার্থে ঐক্য ধরে রাখার নির্দেশ দিয়েছেন। যাকেই মনোনয়ন দেয়া হবে, তার পক্ষেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলেছেন।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরাবাজারে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে নারী

1

পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে রূপ দেওয়ার সময় এসেছে’..ভিপি নুর

2

সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে: তারেক রহমান

3

সুনামগঞ্জ-৫ আসনে নির্বাচনী মাঠে প্রার্থীদের দৌড় ঝাপ

4

বড়লেখায় দিনদুপুরে গলায় দা ঠেকিয়ে ২লাখ টাকা ও স্বর্ণালংকার ছি

5

নবীগঞ্জে দুই সাংবাদিকের বিরোধ থেকে সূত্রপাত, সংঘর্ষ-আগুন,

6

ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার আসামির বাড়িতে অগ্ন

7

সুনামগঞ্জের ছাতক থানায় নতুন ওসির যোগদান

8

ওসমানী হাসপাতালে জেলা প্রশাসকের পরিদর্শন

9

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আহতের ঘটনায় আটক- ১

10

ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

11

সিলেটে ২০ জন করোনা আক্রান্ত রোগী

12

তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আলটিমেটাম

13

আলোচিত মুশতাক হত্যার ঘটনায় গ্রেফতার হাফিজের ৭ দিনের রিমাণ্ডে

14

শাকসু নির্বাচন নভেম্বরের ২য় সপ্তাহে

15

বিয়ানীবাজারে সড়কে ঝরলো কলেজ ছাত্রীর প্রাণ

16

ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

17

সিলেট জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

18

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

19

আশুগঞ্জ–সরাইল চারলেন মহাসড়কের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে:

20