টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

সংশোধনীর আশ্বাসে এনবিআরে আন্দোলন স্থগিত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনে জারি করা অধ্যাদেশে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনী আনার বিষয়ে অর্থমন্ত্রণালয়ের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।

রোববার রাতে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ পাঠানো এক বিজ্ঞপ্তিতে আন্দোলন প্রত্যাহারের এ ঘোষণা দেওয়া হয়। তবে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণের বিষয়ে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তার বিরুদ্ধে অসহযোগ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিষদ।

অর্থমন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডকে অর্থমন্ত্রণালয়ের অধীন সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ও বিসিএস (কর) ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ন রেখে জাতীয় রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ এবং একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে রাজস্ব নীতি পৃথকীকরণের কাঠামো কিরূপে প্রণীত হবে তা জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

একইসঙ্গে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করে বলা হয়েছে, এই ঘোষণার মাধ্যমে কর এবং কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সকল উদ্বেগের অবসান ঘটবে এবং দেশের রাজস্ব আহরণ ও রাজস্ব সেবা প্রদানকারী সকল দপ্তর অবিলম্বে পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে।

এরই প্রেক্ষিতে ঐক্য পরিষদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি জানায়। পরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী এনবিআর বিলুপ্ত না করে এটিকে একটি স্বতন্ত্র ও বিশেষ বিভাগের মর্যাদায় আরও শক্তিশালী করা হবে। রাজস্ব নীতি প্রণয়ণের লক্ষ্যে আলাদা একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠন করা হবে এবং অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনের আগে জারীকৃত অধ্যাদেশ কার্যকর হবে না।

রাজস্ব সংস্কারের লক্ষ্যে আমরা সরকারের এ ঘোষণাকে স্বাগত জানাই। সরকারের এ ঘোষণার প্রেক্ষিতে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় পরিষদ। তবে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি পূরণ না হওয়ায় তার বিরুদ্ধে পূর্ব ঘোষিত অসহযোগ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা।

এখানে উল্লেখ্য, অধ্যাদেশ বাতিলসহ প্রথমে ৩ দফা দাবিতে গত ১৪ মে থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।’ পরবর্তীতে চেয়ারম্যানের অপসারণের দাবিও যুক্ত করে তারা। এদিকে দাবি আদায়ে আগামীকাল সোমবার থেকে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে সন্ধ্যায় অর্থমন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন কর্মসূচির কারণে এনবিআরের কার্যক্রমে গত এক সপ্তাহের বেশি সময় ধরে অচলাবস্থা বিরাজ করছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, দুধ দিয়ে গোসল করলেন যুবক

1

দিরাইয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প

2

সিলেটে করোনা আক্রান্ত রোগী বেড়ে ৭

3

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

4

ইসরাইলি হামলায় নিহত আরও ৯৩ ফিলিস্তিনি

5

বড়লেখায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

6

এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি: উপদেষ্টা ফারুকী

7

চৌকিদেখী থেকে ২ ছিনতাইকারী গ্রেফতার

8

কোম্পানীগঞ্জে অভিযানে ১৭টি ক্রাশার মেশিন ধ্বংস

9

ড. ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন

10

বর্ষবরণের অনুষঙ্গ পুড়িয়ে জুলাইকে চ্যালেঞ্জ করা হয়েছে : সিলেট

11

জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে নারীসহ আহত ৭, ৩ জন সিলেট ওসমানীতে র

12

নগরীর জলাবদ্ধতা পরিদর্শনকালে কয়েস লোদী

13

গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন

14

সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত

15

কমলগঞ্জে গাঁজাসহ আটক ২

16

ড. ইউনূসের সাক্ষাৎ পাচ্ছেন না টিউলিপ

17

জুড়ীতে কমিউনিটি পর্যায়ে জীবিকায়ন প্রকল্পের মতবিনিময়

18

ছাতকে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে কর্মবিরত

19

কুরবান নগর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

20