টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Mar 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করা হচ্ছে, যা জনগণের মধ্যে শঙ্কার জন্ম দিচ্ছে। তিনি বলেন, সরকার আগে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বললেও এখন দীর্ঘমেয়াদি সংস্কারের অজুহাতে তা পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। তবে গণতন্ত্রের স্বার্থে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই।

রবিবার (১৬ মার্চ) বিকেলে সিলেট কোর্ট পয়েন্ট কালেক্টরেট মসজিদের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরিব ও দুস্থদের মাঝে জাতীয়তাবাদী ওলামাদল, সিলেট জেলার উদ্যোগে ইফতার বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে কাইয়ুম চৌধুরী দ্রুত নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করার দাবি জানান, যাতে জনগণ ও রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে পারে এবং যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা যায়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, “গত ১৫ বছরে সরকারের নানা অনিয়মের সংস্কার প্রয়োজন, যা একটি নির্বাচিত সরকারই করতে পারে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দ্রুত নির্বাচন নিশ্চিত করা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা নুরুল হক এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব এম এম কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ ও সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ওলামাদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা রমিজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মাওলানা কারী হারুন রশীদ, মাও নুরুল আমিন, হাঃ ফারুক আহমেদ, হাফিজ নূর আহমদ প্রমুখ।

ইফতার বিতরণের আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো সহ দলের প্রয়াত নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও দেশবাসীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

এদিকে, সিলেট মহানগরীর ৪২ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার মাহফিল পূর্ব সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এসসময় উপস্থিত ছিলেন মোগলাবাজার থানা বিএনপির সদস্য সচিব জামাল আহমেদ মেম্বারসহ স্থানীয় নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফেরার গুঞ্জন আবদুল হামিদের

1

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

2

করোনায় ৫ জনের মৃত্যু

3

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

4

জগন্নাথপুরে জমি নিয়ে সংঘর্ষ, হাসপাতালে খালেদ মিয়ার মৃত্যু

5

এবারের ব্রিফকেসবিহীন বাজেট?

6

ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউ”কের সৌজন্যে গরুর কুরবানীর মাংস বিত

7

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

8

সিলেটে পর্যটকবাহী গাড়িতে পাথর শ্রমিকদের হামলা-ভাঙচুর, আটক ২

9

শিশু ইনায়া হ ত্যা র রহস্য উদঘাটন

10

জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন

11

আজ মহান স্বাধীনতা দিবস

12

ভয়াবহ ধস নেমেছে ভারতের পর্যটন শিল্পে

13

কুলাউড়ায় স্কুলছাত্রী নাফিয়া হত্যা: ১৮ ঘণ্টায় গ্রেপ্তার আসাম

14

শ্রমিক ও মেশিন সংকটে পাটলি ইউনিয়নের হাওরে ধানকাটা ব্যাহত, দু

15

ছাতকে ৪টি অবৈধ ড্রেজার বিকল বালু খেকোদের বিরুদ্ধে

16

দরপত্র সম্পন্ন হওয়ার আগেই পশুর হাট দখল, ছাড় দেবে না সিসিক

17

সুরমা গেটে চোরাই পণ্যসহ গ্রেফতার ৩

18

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মাহবুবুর রহমানের

19

উছমানপুর ইয়ুথ ইউনিটি’র পুরস্কার বিতরণ সম্পন্ন

20