ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদীর মৃৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সিলেটেও বিক্ষোভ করেছেন তার অনুসারীরা। বৃহস্পতিবার মধ্যরাতে এরকম একটি মিছিল থেকে নগরের বারুতখানা এলাকার দৈনিক প্রথম আলোর সিলেট আঞ্চলিক কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।
জানা যায়, ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাতে সিলেটে বিক্ষোভ করা হয়। মধ্য রাতে নগরে খন্ড খন্ড মিছিলের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এরকম একটি মিছিল থেকে প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল থেকে ঢিল ছুড়ে প্রথম আলো কার্যালয়ের গ্লাস ও সাইনবোর্ড ভাঙচুর রা হয়। তবে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেনি কেউ।
এছাড়া রাতে নগরের চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টেও ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মন্তব্য করুন