টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

যুব সমাজই ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক ::
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আমাদের অমূল্য সম্পদ — যুব সমাজ জেগেছে, এবং তারা ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত করেছে। এই অদম্য দুঃসাহসী যুব শক্তিকে কাজে লাগিয়ে আমরা দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে একটি তরুণ নেতৃত্বভিত্তিক ন্যায্য ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে চাই।” তিনি আরও জানিয়েছেন, দেশের ভবিষ্যৎ রক্ষায় ছাত্র-জনতাকেও নিয়ে দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি রয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে সিলেট-২ ও সিলেট-৩ আসনের জামায়াত দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেন সিলেট জেলা শাখা; জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান সভার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কারো হাতে ইজারা দেয়া হয়নি। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে এত মানুষ শহীদ হয়েছেন; তাদের রক্তের মূল্য দিতে হবে—শহীদের সম্মান নিশ্চিত করতে হবে। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদের কোন মূল্য নেই; এ জন্যই দেশের অধিকাংশ দল এখন গণভোটের দাবি জানাচ্ছে। অন্তর্বর্তী সরকারের উচিত এই দাবি গুরুত্বের সাথে নেওয়া।”
তিনি তার বক্তব্যে আরও বলেন, ইসলামী আন্দোলনের পথ সবসময়ই কঠিন হলেও আল্লাহর সাহায্যে কঠিন সময় সহজ হয়ে আসে। নবী ও রাসুলের জীবনাদর্শ থেকে শিক্ষা গ্রহণ করে দ্বীনের পথে ধৈর্য্য ও নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে। মুসা (আঃ)-এর উদাহরণ দেন তিনি — আল্লাহ মুসাকে সহায়তা করেছেন এবং তেমনি আল্লাহ বাংলাদেশের মুক্তিও নিশ্চিত করবেন, যদি কর্মীরা দ্বীনের দায়িত্ব নৈতিকভাবে পালন করে যান।
সম্মেলনে জেলা ও অঞ্চলের অনেক নেতা-কর্মী ও মনোনীত প্রার্থীরা বক্তব্য রাখেন। তারা একাত্মতা ও সোচ্চারভাবে ভোটাধিকার রক্ষা, লেভেল প্লেইং ফিল্ড প্রতিষ্ঠা এবং আগামী নির্বাচনে সুশৃঙ্খল ও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার দাবি পুনরাবৃত্তি করেন। ডা. শফিকুর রহমান বলেন, “মানুষের ভোটের অধিকার রক্ষায় কারো কাছে মাথা নত করব না; প্রয়োজনে আবার রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। প্রত্যেক নাগরিককে তার ভোট প্রদানের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনকে জিহাদের ময়দান মনে করে কাজ করতে হবে।”
প্রতিনিধি সম্মেলনের পরিচালনা করেন জেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম ও ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন। অনুষ্ঠানে বক্তৃতা করেন সিলেট জেলা নায়েবে আমীর, মনোনীত প্রার্থীরা ও জেলা-শহর শাখার অন্যান্য দায়িত্বশীলরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির মামলায় সিলেটে গ্রেফতারের পর বহিষ্কার বিএনপি নেতা

1

২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ যুবক আটক

2

ছাতকে ভূমি উন্নয়ন কর আদায়ে নজিরবিহীন সাফল্য

3

বড়লেখায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধিভঙ্গ করে সরকারি গাছ কাট

4

এনসিপির সমাবেশে হামলা-সংঘর্ষ সিলেটে, সড়ক ব্লকেড

5

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: ডা. শফিকুর রহমান

6

জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল

7

ছাতকে অটোরিকশা চুরির মামলা করায় অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা

8

ছাতকে ভারতীয় মদসহ এক যুবক গ্রেফতার

9

দশ সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষ কর

10

১২ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

11

সরকারি উদ্যোগে সিলেটে গণঅভ্যুত্থানে শহিদ ১৪ জনের নামে বৃক্ষর

12

শাবিপ্রবিতে র‌্যাগিংয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কার: শিক্

13

হাসিনার ভারতে পলায়ন, আকাশে উড়লো হেলিকপ্টার আকৃতির বেলুন

14

সিলেটে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক খুন

15

ছাতক চরমহল্লা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে দিনব্যাপী

16

উৎমা ছড়া এলাকা থেকে ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার

17

ছাতকে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ ও আলোচনা সভা অ

18

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী আটক

19

শুধুমাত্র নামের কারনে বৈষম্যের শিকার হেয়ছে এম. সাইফুর রহমান

20