সিলেটে সাংবাদিকদের উপর হামলার চেষ্টা করেছেন এক যুবক। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে হামলা চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন কোতোয়ালী থানার ওসি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় এ ঘটনা ঘটে।ওসমান হাদী হত্যাকার প্রতিবাদে উত্তাল ছিল সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকা। বিকাল সাড়ে ৩টার দিকে এই এলাকায় এক যুবক কয়েকজন সাংবাদিকের উপর হামলার চেষ্টা করেন বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিক। তারা তার প্রতিবাদ করেন।তবে হামলা চেষ্টার বিষয়টি অস্বীকার করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুাহম্মদ মাঈনুল জাকির।
তিনি জানান, এখানে মব তৈরির চেষ্টা করা হচ্ছিল। ছেলেটার বড় ধরনের ক্ষতি হতে পারতো দেখে তারা তাকে নিরাপদে সরিয়ে নিয়েছেন।তিনি বলেন, ওই যুবক আমাদের হেফাজতে আছে এখনো। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
মন্তব্য করুন