টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা



যুবসমাজের শক্তি ও নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার



অজিত কুমার দাশ নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ ::
সুনামগঞ্জের ছাতক উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল যুব র‌্যালি, শপথ পাঠ, আলোচনা সভা, সনদপত্র ও ঋণ বিতরণ এবং বৃক্ষরোপণ কার্যক্রম।
 মঙ্গলবার  সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
র‌্যালি শেষে উপজেলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছায়া ও ফলদ বৃক্ষ রোপণ করা হয়, যা পরিবেশ সংরক্ষণে যুবসমাজের ভূমিকার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়।
পরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাতক উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অতিরিক্ত কর্মকর্তা মোঃ মাহাবুব উল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন—সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, প্রাণীসম্পদ কর্মকর্তা মিলন আহমদ, সমাজসেবা কর্মকর্তা শফিউর রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, হাবিবুর রহমান, এম সাইফুদ্দীন এবং সাইফুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, দৈনিক ইনকিলাব ছাতক প্রতিনিধি কাজী রেজাউল করিম রেজা, মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলার সহ-সভাপতি অজিত কুমার দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক হাকীম ফারুক আহমদ নোমান ও ফজল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, আল ইমরান আবির, রবিউল হাসান, কাওছার আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন,
“আজকের এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়—যুবরাই দেশের শক্তি, আগামী দিনের আশা। একটি দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির মূল চালিকাশক্তি হল তার তরুণ প্রজন্ম। তাই দক্ষতা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধে সজ্জিত যুবসমাজই পারে বাংলাদেশকে উন্নত, স্মার্ট ও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে।”
তিনি আরও বলেন, সরকার যুব উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে—যেমন ঋণ বিতরণ, প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরির উদ্যোগ—যাতে তরুণরা নিজের উন্নতির পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে পারে।
অনুষ্ঠানে যোগ দেওয়া অতিথিরা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান এবং তাদের সৃজনশীলতা, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ব পালনের প্রতি গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী এ কর্মসূচির মধ্য দিয়ে ছাতক উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, যা উপস্থিত সকলের মনে নতুন উদ্যম ও অনুপ্রেরণা যোগায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

দশ সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষ কর

3

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

4

সিলেটে ভাতিজার হাতে মাদ্রাসা শিক্ষক চাচাকে খু ন করলো ভাতিজা

5

ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

শাকসু নির্বাচন নভেম্বরের ২য় সপ্তাহে

8

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মধ্যনগরে বিএনপির জনসভা

9

শিক্ষার্থী আজমান আহমেদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ, রোববার স্

10

বাংলাদেশের গুমবিরোধী পদক্ষেপের প্রশংসা জাতিসংঘের

11

বিয়ানীবাজার আলীনগরে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময় সভা

12

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

13

জাতীয় মৎস্য সপ্তাহে জুড়ীতে পুরস্কার বিতরণ ও পোনামাছ অবমুক্তক

14

জীবিত আছেন ইলিয়াস আলী! যা জানালেন বিএনপি নেতা

15

ছাতক পৌর যুবলীগ নেতা গ্রেপ্তার,কারাগা‌রে প্রেরন

16

জগন্নাথপুরে ভাগ্নের হাতে মামা খু ন

17

নিউ সুরমা হোটেল যেন মিনি পতিতালয়; প্রশাসন নিরব

18

সুনামগঞ্জে বৈধতা দিচ্ছে পশুর হাট—ভারতীয় গরু-মহিষের ব্যবসা জম

19

সহপাঠীর সঙ্গে বেড়াতে গিয়ে জকিগঞ্জে স্কুলছাত্রী গণধর্ষণের শিক

20