মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা অবৈধ দোকানঘরের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে উপজেলার পাটলি ইউনিয়নের রসুলগঞ্জ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে রসুলগঞ্জ বাজার সংলগ্ন ডাউকা নদীর পাড়ে সরকারি খাস জায়গায় অবৈধভাবে নির্মিত দোকানঘরগুলো ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী উচ্ছেদ ও ভেঙে দেওয়া হয়। এ সময় অবৈধ স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিন জানান, সরকারি খাস জমি দখলমুক্ত রাখতে এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন