টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

টানা বৃষ্টিতে বাড়ছে নদ -নদীর পানি

সিলেট অঞ্চলে প্রতিদিন বাড়ছে অধিকাংশ নদ-নদীর পানি। এরই মধ্যে সাগরে লঘুচাপের শঙ্কা তৈরি হয়েছে। এরআগে ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা জানায় আগামী ২৬ মে বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর আগে টানা ৫ দিন সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১শ ২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এসব তথ্য জানান।

এদিকে সিলেট পানি উন্নয়ন বোর্ডের পরিসংখ্যানে দেখা গেছে প্রতিদিনই নদ-নদীর পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি চলে যাচ্ছে। তাদের হিসাবে দেখা গেছে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বুধবার বিপদসীমার ৩ দশমিক ২১ পয়েন্টে নিচ দিয়ে প্রবাহিত হলেও পরদিন বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ২ দশমিক ৯৯ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে বিপদসীমা ১২ দশমিক ৭৫ পয়েন্ট। সিলেট পয়েন্টে বুধবার বিপদসীমার ২ দশমিক ৮৮ পয়েন্টে নিচ দিয়ে প্রবাহিত হলেও পরদিন বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ২ দশমিক ৮০ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে বিপদসীমা ১০ দশমিক ৮০ পয়েন্ট। এদিকে কুশিয়ারা নদীর পানি বুধবার আমলশীদ পয়েন্টে বিপদসীমার ৫ দশমিক ৩৬ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হলেও বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত ৪ দশমিক ৭২ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিলো। এখানে বিপদসীমা ১৫ দশমিক ৪০ পয়েন্ট। বুধবার শেওলা পয়েন্টে এই নদীর পানি বিপদসীমার ৫ দশমিক ৭ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হলেও বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত ৪ দশমিক ৬৫ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিলো। এখানে বিপদসীমা ১৩ দশমিক ৫ পয়েন্ট। বুধবার ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এই নদীর পানি বিপদসীমার ২ দশমিক ৮৩ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হলেও বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত ২ দশমিক ৩১ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিলো। এখানে বিপদসীমা ৯ দশমিক ৪৫ পয়েন্ট। বুধবার শেরপুর পয়েন্টে কুশিয়ারার পানি বিপদসীমার ৩ দশমিক ১০ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হলেও বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত ২ দশমিক ৪০ পয়েন্ট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিলো। এখানে বিপদসীমা ৮ দশমিক ৫৫ পয়েন্ট।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মিয়ানমারের আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। এই অবস্থায় আগামী ২৬ মে দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে।শুক্রবার (২৩ মে) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্তমানে মাদারীপুর, পাবনা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও সাতক্ষীরার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায়ও তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

পরদিন শনিবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই সময়েও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

রোববার (২৫ মে) সকাল ৯টা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অন্যদিকে সোমবার (২৬ মে) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়েও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এই সময়েও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যনগরে ‘ডেভিল হান্ট’ অভিযানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা গ্

1

ডাকসু নির্বাচন আজ

2

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

3

মধ্যনগরে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

4

হাওরে ফসল শেষ, খুলে দেওয়া হলো সুইচগেট – মাছ ধরার প্রস্তুতি

5

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটিকে জেলা বিএনপির অভিনন্দন

6

৫ আগস্ট কারা আশ্রয় নিয়েছিলেন সিলেটের সেনানিবাসে

7

বড়লেখায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ ৩০লাখ টাকার ম

8

সিলেটে অনলাইনে জুয়া খেলার সময় ৫ জন আটক

9

নির্বাচনে জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে: হাইকোর্ট

10

জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা: নিহতের শ্যালক আটক

11

৭ বছরের শিশুকে ধ র্ষ ণ : যুবক আ ট ক

12

হবিগঞ্জে আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার

13

ছাতকে ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

14

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ

15

সৌদিজুড়ে চলছে প্রবল ঝড়-বৃষ্টি, বন্যার শঙ্কা

16

হাকালুকি হাওরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান: ১০০০ মিটার বেড়

17

অভিযুক্ত হান্নানের আত্মসমর্পণ, আদালতে প্রেরণ

18

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

19

ফেঞ্চুগঞ্জ বাজারে আলহাজ্ব এম এ মালিক এর গণসংযোগ ও পথসভা অনুষ

20