টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

মরমী দর্শনের চর্চা ও বিকাশ সমাজ থেকে অন্যায় ও অনাচার দূর করে ---পুলিশ কমিশনার রেজাউল করিম



সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম পিপিএম-সেবা বলেছেন, মরমী সাধক হাছন রাজা লেখনী, গানসহ সাহিত্যকর্মের মাধ্যমে যে আদর্শ রেখে গেছেন, তা অনুসরণ করলে সমাজ থেকে অশান্তি ও বিশৃঙ্খলা লোপ পাবে। মরমী দর্শনের চর্চা ও বিকাশ সমাজ থেকে অন্যায় ও অনাচার দূর করে। এই দর্শন মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও দরদ বৃদ্ধি করে। হাছন রাজা ছিলেন উঁচু পর্যায়ের মানুষ। তার আদর্শকে ধারণ করে নিজেদের পরিচালনা করলে আমরাও উঁচু পর্যায়ের মানুষ হতো পারবো।


শনিবার বিকেলে নগরীর তালতলাস্থ একটি রেস্টুরেন্টের সম্মেলনকক্ষে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেট, বাংলাদেশ এর ২০২৫-২৭ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেট, বাংলাদেশের সভাপতি জহিরুল ইসলাম অচিনপুরী। তিনি বলেন, বস্তুবাদী দর্শনের বিপরীতে মরমী দর্শন জগতে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। আমাদের সবাইকে হাছন রাজাসহ মরমী সাধকদের দর্শন ধারণ ও চর্চা করে প্রথমে নিজেদের গড়তে হবে। তাহলেই এ দর্শন সমাজে ছড়িয়ে পড়বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. সজিব খান, কণ্ঠশিল্পী ও সুরকার হিমাংশু বিশ^াস, নাট্যকার শাহেদ মোশাররফ কটাই মিয়া।

পরিষদের সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নাজনীন আশা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি বাউল বিরহী কালা মিয়া, সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক এম এ হান্নান, আসাদুজ্জামান নূর, আহমেদুর রব ইকবাল, আফজাল হোসেন, শাহ মো. আলী রব, মিজানুর রহমান মিজান, শাহ আলম চৌধুরী মিন্টু, তারেক ইকবাল চৌধুরী,  প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. সোলেমান হোসেন চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক এম কামরুল ইসলাম, একেএম কামরুজ্জামান মাসুম, সহ সাধারণ সম্পাদক সায়েম আহমদ, শাহ আলমগীর, মো. সেলিম মিয়া, আব্দুর রব তাফাদার, মো. মতিউর রহমান, সৈয়দ নিয়াজ আহমদ, এম এস এ মাসুম খান, সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন শিপলু ও শফিক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলা উদ্দিন হোসেন শাহ, এম আমীর উদ্দিন পাবেল, কেশব মজুমদার, এড. আব্দুল্লাহ আল হেলাল, নিতাই রায় চৌধুরী, জহির চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এড. দিদার আহমদ, সহ-আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু ইউসুফ, প্রচার সম্পাদক শাহান উদ্দিন রাজু, মো. সাইফুর রহমান চৌধুরী, সাখাওয়াত হোসেন পীর, জাহাঙ্গীর আলম, ফেরদৌস আহমদ, শোয়েব মুন্না, হাসনাত কবীর, আল আমী, মুন্নি খানম, মো. কামাল, জাহিদ হাসান সোহেল, সোলেমান হক টিপু, গোলাম কিবরিয়া আনু, ফয়সল আহমদ, সৈয়দ আলী আক্তার চৌধুরী, কামরুন নাহার চৌধুরী শেফালী, মায়ারুন নেছা মায়া, শাহ মাসুক শিকদার, পথিক রাজু, আরিফুল ইসলাম আরিফ, সাইফুল ইসলাম রাসেল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে অবস্থান ধর্মঘট

1

সিলেটসহ সারাদেশে তাপপ্রবাহের তীব্রতা বাড়তে পারে

2

১৮ কোটি জনগণের ইউনূস আপনি, আমরা আপনাদের পদত্যাগ চাই না: ফারু

3

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

4

করোনায় আরও দুইজনের মৃত্যু

5

সুনামগঞ্জে গ্লোবাল টিভির ৩য় বর্ষপূতি পালিত

6

আটকের পরও যে ফোনে আবদুল হামিদকে ছেড়ে দেওয়া হয়

7

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্

8

সিলেটে ‘তারুণ্যের উৎসব’: জলাধার উদ্ধার ও পরিচ্ছন্নতার অভিযান

9

এখনো আতঙ্ক ইসরাইলে

10

সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বড়লেখায় নিসচা'র সচেতনতা মূলক ল

11

আলী আমজদের ঘড়িঘর থেকে সরছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

12

সিতারা ম্যানশনের প্রিয় কুকুর ‘বজো’ নিখোঁজ: জিন্দাবাজারে ক্ষো

13

টানা বৃষ্টিতে বাড়ছে নদ -নদীর পানি

14

এক বোমাতেই উলটে যাবে যুদ্ধের মোড়

15

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

16

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু

17

বড়লেখা সীমান্ত দিয়ে ৪৪ জনকে ঠেলে দিল বিএসএফ, বিজিবির হাতে আট

18

সিলেটে যুবলীগ কর্মীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

19

সিলেটের সিলগালা হোটেলে রহস্যজনক চুরি ও অগ্নিকাণ্ড

20