প্রিন্ট এর তারিখঃ May 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 18, 2025 ইং
টিলা কেটে খাস জমিতে ঘর,১ জনের কারাদণ্ড

রাজ্জাক মিয়া, কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর এলাকায় সরকারি খাস জমিতে অবৈধভাবে টিলা কেটে ঘর নির্মাণের অভিযোগে জিতু মিয়া নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৮ই মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন অভিযান চালিয়ে তাকে আটক করেন এবং মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জিতু মিয়া সরকারি খাস জমি দখল করে টিলা কেটে সেখানে ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন। এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন সাংবাদিকদের বলেন, এ ধরনের কর্মকাণ্ড পরিবেশের জন্য ক্ষতিকর এবং আইনত দণ্ডনীয়। সরকারি জমি দখল ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Todaysylhet24.com