প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 14, 2025 ইং
বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ  মার্কেট   কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
  
    
    
    
নিজস্ব প্রতিবেদক: সিলেট সিটি করপোরেশনের ৩৬নং ওয়ার্ড উত্তর বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট   কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়!  ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম মুফতি জাকারিয়া মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন  মার্কেট  কমিটির  সভাপতি জনাব শাহাবউদ্দিন (সাবু) সাধারণ সম্পাদক ডাক্তার নুরুল আফসার'  উপস্থিত ছিলেন এলাকার  স্থানীয়  সম্মানিত ব্যক্তিবর্গ ও সকল সদস্যবৃন্দ এ ইফতার মাহফিলে ২৫০ জন  অংশ গ্রহণ করেন। 
 
    
        
       © সকল কিছুর স্বত্বাধিকারঃ Todaysylhet24.com