
সিলেট নগরীর তালতলা এলাকার সিলগালা করা একটি আবাসিক হোটেলে রহস্যজনক চুরি ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে হোটেল বিলাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হোটেল বিলাশের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চুরি ও অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। কিছু সময় পর স্থানীয়রা হোটেল থেকে ধোঁয়া উড়তে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের হিসাবে, এ ঘটনায় প্রাথমিকভাবে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে, হোটেল কর্তৃপক্ষ দাবি করেছে, আগুন লাগানোর আগে দুর্বৃত্তরা হোটেলে চুরির ঘটনাও ঘটিয়েছে। তাদের হিসাবে, এতে প্রায় ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
হোটেল বিলাশের ম্যানেজার লিটন মিয়া বলেন,
সকাল হোটেলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে এসে দেখি, হোটেলে চুরি হয়েছে এবং আগুন দেওয়া হয়েছে।”
হোটেলের মালিক শুকুর মিয়া লস্কর জানান,
“প্রশাসনের পক্ষ থেকে হোটেল সিলগালা করার পর থেকে এটি বন্ধ ছিল। মঙ্গলবার ভোরে কে বা কারা পেছনের দরজা ভেঙে চুরি ও অগ্নিসংযোগ করেছে। এতে আমাদের আনুমানিক ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে মামলা প্রক্রিয়াধীন।”
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কুতুব উদ্দিন বলেন,
“বন্ধ হোটেলে আগুন দেখে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সামনের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন নেভাতে আমাদের দুইটি ইউনিট প্রায় ৪০ মিনিট কাজ করেছে।”
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন,
ঘটনা বিষয়ে এখনও কোনো অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”