প্রিন্ট এর তারিখঃ Jul 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 3, 2025 ইং
ছাতকে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

অজিত কুমার দাশ,সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতক উপজেলা কৃষি অফিসের উদ্যোগে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকালে ছাতক উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌফিক হোসেন খান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা পারভেজ আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসিন এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সুহরাব হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিল্লাত হোসেন, আলাউদ্দিন আলো, সুয়েব আহমদসহ অন্যান্য কর্মকর্তারা।
কংগ্রেস শুরুর আগে কৃষি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি ফিতা কেটে একটি দেশীয় ফল মেলার উদ্বোধন করেন। এতে স্থানীয়ভাবে উৎপাদিত মৌসুমি ও দেশীয় ফল প্রদর্শিত হয়, যা কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Todaysylhet24.com