স্টাফ রিপোর্ট। জাতীয় জনতা পার্টির প্রতিষ্টাতা ও মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর ৩৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ ১৬ ই ফেব্রুয়ারী মঙ্গলবার বাদ যোহর হযরত শাহজালাল রাঃ মাজার প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণ ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়। এ উপলক্ষে টয়েনবি সার্কুলার রোডস্থ জাতীয় জনতা পার্টি ঢাকাস্থ কার্যালয়ে জনতা ভবনে ভোরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।বিকেল ৩ ঘটিকায় দলের সাধারণ সম্পাদকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় নেতৃবৃন্দ ও মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।এদিকে সিলেটে দলের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এডভোকেট নুরল ইসলাম খানের অসুস্থতা জনিত কারনে তাহার ছেলে জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় ও জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তাহমিনুল ইসলাম খানের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির ও সিলেট জেলা- মহানগর নেতৃবৃন্দ, শুভাকাংখী সহ বিভিন্ন সামাজিক সংগঠন হযরত শাহজালাল রহঃ মাজার মসজিদে জোহরের নামাজের পর ওসমানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত করেন।পরে মাজার মসজিদে মিলাদ ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় ও জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তাহমিনুল ইসলাম খান, জাতীয় জনতা পার্টির বিভাগীয় সমন্বয়কারী ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আকলিছ আহমদ চৌধুরী,জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল,মহানগর কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চৌধুরী, সাবেক গোয়েন্দা সংস্থার কর্মকর্তা সৈয়দ শামসুল হক, আরমান আহমদ চৌধুরী,ইকবাল আহমদ সেলিম,তানভীর চৌধুরী ফাহিম প্রমুখ