ডেস্ক রিপোর্ট: সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুরে যাত্রীবাহী বাস ও কারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
সকাল ৭টায় সিলেটের ওসমানী নগর উপজেলার তাজপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করে।
ওসমানী নগর থানার ওসি শ্যামল বণিক জানান, সিলেটমুখী কারের সাথে বাসের সংঘর্ষে কারের ৫ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাসের যাত্রীদের কোন ক্ষতি হয়নি। তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। মহাসড়কে গাড়ি চলাচল আবার স্বাভাবিক রয়েছে।